কক্সবাজারে বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ

কক্সবাজারে বিদেশিদের জন্য এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ

বিদেশি পর্যটকদের জন্য কক্সবাজারে জরুরি ভিত্তিতে একটি এক্সক্লুসিভ জোন স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বুধবার (১০ মে) বাংলাদেশ পর্যটন করপোরেশনের পর্যটন ভবনে অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩৭তম সভায় এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এ সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার এতে অংশ নিয়েছিলেন।

বৈঠকে পর্যটন বিকাশে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট আনুষঙ্গিক অন্যান্য মন্ত্রণালয়কে নিয়ে সমন্বয় সভার সুপারিশ করা হয়। বরিশাল বিমানবন্দর ভাঙনরোধে রানওয়ে সম্প্রসারণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্যও সুপারিশ করে কমিটি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS