দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশেপাশের অঞ্চল ঘিরে সোমবার সকালে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আশঙ্কা, লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ক্রমেই সুস্পষ্ট লঘুচাপ, নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
গত কয়েকদিন ধরেই ঘূর্ণিঝড় প্রবণ মে মাসে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি এবং পর্যায়ক্রমে তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে পূর্বাভাস দিয়ে সতর্ক করে আসছে আবহাওয়া অফিস।
লঘুচাপটি ক্রমেই আরো ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রুপ নিলে ওই ঘুর্ণিঝড়ের নামকরণ করা হবে ‘মোখা’। লঘুচাপটি বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবার মতো তাপমাত্রা ও বাতাসের গতি পেলে আগামী ১১ বা ১২ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের স্থলভাগের তাপমাত্রা ইতিমধ্যে বেড়ে গেছে। মৃদু থেকে মাঝারি মাত্রার তাপদাহে আক্রান্ত দেশের ৩টি বিভাগ- রাজশাহী, রংপুর ও বরিশালসহ দেশের ১৯ জেলা।
দিনের তাপমাত্রা বেড়ে তীব্র গরম এবং এই তাপদাহ পরিস্থিতি আগামী চার থেকে পাঁচ দিন বিরাজ করবে বলেও পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।