বিজেপির পার্থ, বিএনপির শিমুল বিশ্বাসসহ ৩০ জন রিমান্ড শেষে কারাগারে

বিজেপির পার্থ, বিএনপির শিমুল বিশ্বাসসহ ৩০ জন রিমান্ড শেষে কারাগারে

নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৩০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ শুক্রবার এ আদেশ দেন।

পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বনানীতে সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার হন আন্দালিব রহমান পার্থ। তাঁকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অপর দিকে আন্দালিব রহমানের আইনজীবী তাঁর জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আন্দালিব রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অন্যদিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশনে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম নীরব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম, বিএনপি নেতা সৈয়দ এহসানুল হুদা, মহিউদ্দিন ও তরিকুল ইসলামকে চার দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁদের কারাগারে আটক রাখার আবেদন করা হয়। তবে আসামিপক্ষের আইনজীবীরা সবার জামিন চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর বাইরে গতকাল নাশকতার বিভিন্ন মামলায় গ্রেপ্তার ২৩ জনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। পরে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর, সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS