নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের কর্মসূচিতে পুলিশের ধাওয়া

শিক্ষার্থীদের বিক্ষোভ ও নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে পুলিশ ধাওয়া দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টায় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন। এ সময় শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা শহীদ মিনারের পেছনে বালুর মাঠ সড়ক দিয়ে ইসলাম হার্ট সেন্টারের সামনে চলে যান।

এদিকে ইসলাম হার্ট সেন্টারের সামনে থেকে শিক্ষার্থীরা পুলিশকে উদ্দেশ্যে করে ‘ভুয়া, ভুয়া’ শ্লোগান দেন।

কর্মসূচিতে অংশ নেওয়া জুয়েল নামে একজন বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ কোনো কারণ ছাড়াই আমাদের ধাওয়া দেয়। আমরা কি আমাদের নিহত ভাই বোনদের স্মরণে মোমবাতিও জ্বালাতে পারবো না? একজন একজন করে প্রতিটি হত্যার বিচার না হওয়া এবং চলমান সময়ে গ্রেপ্তার একজন ব্যক্তি কারাগারে থাকা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের কাছে জানতে চাওয়া হয়। ব্যস্ততার কথা জানিয়ে তিনি বলেন, পরে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS