নড়াইলে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৫

নড়াইলে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ৫

নড়াইলের সদরে ডাকাতির প্রস্তুতির সময় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির নানা ধরনের সরঞ্জাম উদ্ধার করে।

শুক্রবার (২৬ জুলাই) গভীর রাতে নড়াইল সদরের কমলাপুর গ্রামে একটি বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় টহলপুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে।

শনিবার (২৭ জুলাই) দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কমলাপুর কুন্ডুপাড়া এলাকায় শ্যামা কুন্ডুর বাড়ি একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পালিয়ে যান। পরে নানা ধরনের সরঞ্জাম ও মোটরসাইকেলসহ ৫ জনকে পুলিশ আটক করে।  

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-নড়াইলের নড়াগাতি থানার মো. মুরাদ মোল্যা (২৮), খুলনার কয়রা থানার চরমুখা গ্রামের মো. আব্দুর রউফ (৪০), ভোলা সদরের হনি কোরলিয়া গ্রামের মো. সবুজ (৫৬), খুলনার খালিশপুরের মো. শুভ (২৪) ও বরিশালের বাকেরগঞ্জ থানার কলশকাঠি গ্রামের মো. আবু সাঈদ মোল্যা (২৫)।  

তারা প্রত্যেকেই খুলনার বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে ভাড়া থেকে ডাকাতির কার্যক্রম চালায়। এদের কয়েকজনের নামে খুলনা, বাকেরগঞ্জ থানায় ডাকাতির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম বলেন, এলাকার গরুচুরি এবং নানা ধরনের ডাকাতির কাজে তারা জড়িত। তাদের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS