টাঙ্গাইলে কোটাবিরোধী আন্দোলনের পর সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যান চলাচল ও ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের তত্ত্বাবধায়নে সেনাবাহিনীসহ পুলিশ ও বিজিবি শহরের গুরুতপূর্ণ এলাকায় অবস্থানসহ টহল অব্যাহত রেখেছে।
এছাড়া সদর উপজেলা নিবাহী কর্মকতা হাসান বিন মোহাম্মদ আলী বলেন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ এলাকায় টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।
এ সময় তিনি আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত না হওয়া ও পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নজরদারি থাকবে।