তিনজন সাক্ষী নিয়ে বাসে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন আমির!

তিনজন সাক্ষী নিয়ে বাসে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন আমির!

দিন কয়েক আগে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের ‘মহাবিবাহ’ নিয়ে বিস্তর চর্চা হয়েছে। তবে খবরটি সে বিয়ে নিয়ে নয়, বরং খবরটি হচ্ছে এই সময়ের জনপ্রিয় বলিউড তারকা আমির খানের বিয়ের। ১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির, এ খবর অনেকের জানা। তবে এটা জানেন কি আমির বিয়ে করতে গিয়েছিলেন বাসে চড়ে। পুরোনো এক সাক্ষাৎকারে নিজেই এ ঘটনা জানিয়েছিলেন অভিনেতা। খবর টাইমস অব ইন্ডিয়ার

বিয়ে করার সময় আমির খানের ‘আমিরি’ দেখানোর ক্ষমতা ছিল না। ২১১ নম্বর বাসে চড়ে বিয়ে করতে গিয়েছিলেন বলিউডের এই তারকা।

এক সাক্ষাৎকারে নিজেই এ কথা জানিয়েছেন নায়ক। তাঁর কথায়, ‘তিনজন সাক্ষী নিয়ে রিনাকে লুকিয়ে বিয়ে করেছিলাম আইনি মতে। একেবারে সস্তায় সারা হয়ে গিয়েছিল আমাদের বিয়ে। ২১১ নম্বর বাসে উঠে বান্দ্রা স্টেশনের পশ্চিমে নেমেছিলাম। ৫০ পয়সা টিকিট। তারপর সেতু পার হয়ে পূর্ব দিকে গেলাম, বড় রাস্তা পেরোলাম আর গৃহনির্মাণ ভবনে ঢুকে পড়লাম। ওখানেই বিবাহ নিবন্ধনের কার্যালয় ছিল।’

আমির খান তখনো বলিউডে পা রাখেননি। বয়স ২১ হয়নি। সেই সময়ই তিনি ভালোবেসেছেন ১৯ বছরের রিনা দত্তকে।

১৯৯৯ সালে সিমি গারেওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানিয়েছিলেন, রিনার মন পেতে একসময় তিনি রক্ত দিয়ে চিঠিও লিখেছিলেন। কিন্তু পরিবার তাঁদের সম্পর্ক মেনে নেবে না বুঝে তাঁরা নিজেরাই বিয়ে করার সিদ্ধান্ত নেন। সেই সময় আমিরের বয়স ২১ বছর হয়নি। তাই কয়েক মাস অপেক্ষা করতে হয়েছিল বলেও জানিয়েছেন আমির।

অভিনেতা বলেন, ‘পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত কোনোভাবেই অশ্রদ্ধা বা বিপ্লব দেখানোর জন্য ছিল না; বরং আমরা নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।’

এসব ঘটনা ১৯৮৬ সালের। ওই বছরের ১৮ এপ্রিল আমির-রিনা বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৮৮ সালে মুক্তি পায় ‘কেয়ামত সে কেয়ামত তক’। প্রায় ১৬ বছরের দাম্পত্য শেষ হয় ২০০২ সালে। আমির-রিনার দুই সন্তান জুনায়েদ খান ও ইরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS