ইউরো ফাইনাল চলাকালে সোমালি ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৯

ইউরো ফাইনাল চলাকালে সোমালি ক্যাফেতে বিস্ফোরণ, নিহত ৯

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি ক্যাফের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন নিহত হয়েছেন। ক্যাফেটিতে ফুটবলপ্রেমী দর্শকে পূর্ণ ছিল।তারা ইউরোর ফাইনাল ম্যাচ উপভোগ করছিলেন।  

স্থানীয় সময় রোববার রাত ১০টা ২৮ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণকালে দর্শকরা টপ কফিতে স্পেন ও ইংল্যান্ডের ফাইনাল ম্যাচ দেখছিলেন।  

পুলিশ জানায়, বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। নিরাপত্তা সূত্রগুলো বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহত বেড়ে নয়জনে দাঁড়িয়েছে।  

জিহাদি গোষ্ঠী আল-শাবাব হামলার দায় স্বীকার করেছে। প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, রেস্তোরাঁটি লোকজনে ভর্তি ছিল।  

ঘটনায় বেঁচে যাওয়া মোহাম্মদ মুসে নামে এক ব্যক্তি বিবিসিকে বলেন, খেলার প্রথমার্ধ চলাকালে আমরা বেশ জোরে বিস্ফোরণের শব্দ পাই। সবাই নিজেকে রক্ষা করতে চাইছিলেন।  

তিনি বলেন, দেখছিলাম লোকজন বিপদে পড়েছেন। আহতরা সাহায্য চাইছেন, অন্যরা বিহ্বল হয়ে পড়েন। এটি ভয়াবহ ছিল।

আরেক সাক্ষী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ক্যাফে থেকে কিছু লোক মইয়ে উঠে পেছন দিক দিয়ে দেয়াল লাফিয়ে পালাতে সক্ষম হন।  

রোববারের বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ধ্বংস হয়েছে। কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।  

আল- শাবাব হলো আল-কায়েদা গোষ্ঠীর অংশ। এটি বলছে, তারা এমন একটি স্থানকে লক্ষ্য হিসেবে বেছে নিয়েছিল, যেখানে নিরাপত্তা ও সরকারি কর্মীরা রাতে সাক্ষাৎ করেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS