রাজশাহী-২ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. শফিকুর রহমান বাদশা বলেছেন, বর্তমান পশ্চিমাঞ্চল রেলের রাজশাহী প্রশাসনিক অফিসগুলো বিচ্ছিন্নভাবে আছে। একেকটি অফিস একেক জায়গায়।অনেক অফিস টিনের ছাউনি দিয়ে তৈরি। এ অবস্থার উন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেলভবন নির্মাণ করা হবে। যেখানে একই ছাদের তলে রাজশাহী রেলের সব প্রশাসনিক অফিসগুলোকে আনা হবে।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির এক নম্বর সাব-কমিটির রাজশাহী পরিদর্শন শেষে বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত সভায় তিনি এ কথা বলেন। বুধবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহীতে থাকা পশ্চিমাঞ্চল রেলের সদর দপ্তর রেল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ঢাকা-১৯ এর সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, মহিলা-৫০ আসনের সংসদ সদস্য মোছা. নুরুন নাহার বেগম, জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব তারিক মাহমুদ, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসান মাহমুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম। এছাড়া পশ্চিম রেলের চিফ ইঞ্চিনিয়ার আসাদুল হক ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রধানসহ আরও অনেকে আজকের এ সভায় উপস্থিত ছিলেন।
এর আগে প্রশাসনিক অফিসগুলো ঘুরে দেখেন অতিথিরা। সভার শুরুতেই ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় অতিথিদের।