News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
খালি পেটে সিদ্ধান্ত নয়! 

খালি পেটে সিদ্ধান্ত নয়! 

জীবন চলার পথে আমাদের ছোট-বড় সব ধরনের অনেক সিদ্ধান্তই নিতে হয়। কখন কোন সিদ্ধান্ত নিতে হবে এর বেশিরভাগই আগে থেকে জানা যায় না।

তবে এখন থেকে জানতে হবে, নয়তো পস্তাতে হতে পারে।  

অবাক হচ্ছেন তো, আসলে সম্প্রতি এক সমীক্ষায় দেখা গেছে, ক্ষুধা পেটে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে আফসোসের ঝুঁকি থাকে। মানে সিদ্ধান্তটি সঠিক নাও হতে পারে।  

যুক্তরাজ্যের ডান্ডি অ্যাবারটে বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায়, অংশগ্রহণকারীদের প্রথমে দুই ভাগ করা হয়। এক দলকে একবার ভরা পেটে, পরের বার খালি পেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে দেওয়া হয়। দেখা যায়, খালি পেটে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাৎক্ষণিক ভালো মন্দ খেয়াল না রেখে তারা সিদ্ধান্ত নেন। অর্থাৎ সব ক্ষেত্রে সেই সিদ্ধান্ত বিচক্ষণ নাও হতে পারে। আবার পেট ভরা থাকলে তারাই তখন ঠান্ডা মাথায় ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছেন, যা আর পরিবর্তনের প্রয়োজন হয়নি।  

গবেষণাটি পরিচালনার দায়িত্বে থাকা ড. বেঞ্জামিন ভিনসেন্ট বলেন, বড় হোক বা ছোট সিদ্ধান্ত, খালি পেটে তা নিলে বিচক্ষণ হয় না। খুব খিদে পেলে কেউ যদি সুপারমার্কেট থেকে খাবার কেনে, অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে, সে সব খাবার আদৌ স্বাস্থ্যকর হয় না। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রেও তাই।  

জরুরি কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো না করে, খেয়ে-বিশ্রাম নিয়ে ঠান্ডা মাথায় চিন্তা করে, তারপর সিদ্ধান্ত নিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS