হজে মৃত্যু হাজার ছাড়াল, বাংলাদেশের ৩১

হজে মৃত্যু হাজার ছাড়াল, বাংলাদেশের ৩১

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত বিভিন্ন দেশের এক হাজার ৮১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে এএফপি।

সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, চলতি সপ্তাহে মক্কার মসজিদুল হারামে তাপমাত্রা ৫১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে।তীব্র গরমের কারণেই এবার এত মৃত্যু বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এক আরব কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, মিসরের মোট ৬৫৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬৩০ জনই অনিবন্ধিত ছিলেন বলে জানান তিনি। মিসর থেকে এ বছর ৫০ হাজার ৭৫২ জন নিবন্ধিত হয়ে হজ করেছেন।  

নিবন্ধিত হয়ে হজ করতে যাওয়া ব্যয়বহুল হওয়ায় প্রতি বছর হাজার হাজার মানুষ অনিয়মিত চ্যানেলে হজ পালনের চেষ্টা করেন। নিবন্ধন না থাকায় তারা শীতাতপ নিয়ন্ত্রিত এলাকায় থাকতে পারেন না।

হজে মিসরের এত লোকের মৃত্যুর পর দেশটির প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি ক্রাইসিস সেল গঠন করেছেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।

এদিকে, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে ৩১ জনের মৃত্যুর কথা জানায়, যার মধ্যে ২৫ জন পুরুষ ও ছয়জন নারী।

পাকিস্তানের প্রায় দেড়লাখ হজযাত্রীর মধ্যে এখন পর্যন্ত ৫৮ জন মারা গেছেন বলে সেই দেশের এক কূটনীতিক এএফপিকে জানান।

ইন্দোনেশিয়া থেকে এবার প্রায় দুই লাখ ৪০ হাজার জন হজে যান। এখন পর্যন্ত ১৮৩ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মালয়েশিয়া, ভারত, জর্ডান, ইরান, সেনেগাল, টিউনিশিয়া, সুদান ও ইরাকের কুর্দিস্তান এলাকার হজযাত্রীরাও মারা গেছেন বলে সেই দেশগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো জানিয়েছে। তারা অবশ্য মৃত্যুর কারণ জানায়নি৷

এর আগে, ২০১৫ সালে হজের সময় পদদলিত হয়ে সর্বোচ্চ দুই হাজার ৩০০ জন মারা গিয়েছিলেন।

ডয়চে ভেলে বাংলা অবলম্বনে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS