ব্যয়বহুল শহর: ১৪ ধাপ এগিয়েছে ঢাকা

ব্যয়বহুল শহর: ১৪ ধাপ এগিয়েছে ঢাকা

বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে হংকং। নিউইয়র্ক ভিত্তিক ফার্ম ‘মার্সার’ এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের এই তালিকায় ১৪ ধাপ এগিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৪০তম, যা ২০২৩ সালের তালিকায় ছিল ১৫৪।  

সংস্থাটি প্রত্যেক শহরের ২০০টি বিষয়ের ব্যয়ের ভিত্তিতে এ তালিকা করেছে। বাসস্থান, যোগাযোগব্যবস্থা, পোশাক, খাবার ও বিনোদন প্রভৃতির ব্যয় জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি জিন্সের দাম, প্রতি লিটার পানির দাম, এক কাপ কফির দাম, প্রতি লিটার পেট্রোল ও দুধের দামের পার্থক্যও এ জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছে।  

সোমবার এই তালিকা প্রকাশ করা হয়। খবর সিএনএনের।  

২০২২ ও ২০২৩ সালেও তালিকায় শীর্ষে ছিল হংকং। এরপরেই রয়েছে সিঙ্গাপুরে। ব্যয়বহুল শহরের তালিকা করতে বিশ্বের ২২৬টি শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর নিউইয়র্ক তালিকায় সপ্তম স্থানে রয়েছে।  

২০২৪ সালের শীর্ষ ১০ ব্যয়বহুল শহর হলো— হংকং, সিঙ্গাপুর, জুরিখ, জেনেভা, বাসেল, বার্ন, নিউইয়র্ক, লন্ডন, নাসাউ ও লস অ্যাঞ্জেলেস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS