বাজেট ২০২৪-২৫-বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগবাজেট ২০২৪-২৫

বাজেট ২০২৪-২৫-বাতিল হচ্ছে এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুযোগবাজেট ২০২৪-২৫

অবশেষে সংসদ সদস্যদের (এমপি) পুরোপুরি শুল্ক মুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (০৬ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ সালের বাজেটে সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির ওপর ২৫ শতাংশ আমদানি শুল্ক এবং আমদানি পর্যা‌য়ে ১৫ শতাংশ ভ্যাটের প্রস্তাব করেন।

বর্তমানে জাতীয় সংসদের সদস্যরা সম্পূর্ণ শুল্ককর ছাড়াই গাড়ি আমদানি করতে পারেন এবং গত ৩৬ বছর ধরে তারা এই সুবিধা পেয়ে আসছেন।

প্রস্তাবিত বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, সব স্তরে শুল্ক-কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য সংসদ সদস্যদের গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে।

এই লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে এ সংক্রান্ত বিধান The Members of Parliament (Remuneration & Allowances) Order, 1973 তে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS