চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ জন কারাগারে

চুয়াডাঙ্গায় নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ জন কারাগারে

চুয়াডাঙ্গায় নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৪৭ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১টায় নিম্ন আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা।তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার। তবে তিন নেতা-কর্মীকে জামিন দেন আদালত।  

এদিকে, বিএনপি-জামায়াতের ৬৮ জন নেতা-কর্মী আদালত প্রাঙ্গণে এলেও হাজিরা না দিয়েই চলে যান।

আদালত সূত্রে জানা গেছে, নাশকতা মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন বিএনপি-জামায়াতের এ নেতা-কর্মীরা। আগামী রোববার (৩১ মার্চ) তাদের আগাম জামিনের মেয়াদ শেষ হবে। তার আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) ১০৭ জন নেতা-কর্মী চুয়াডাঙ্গা জেলা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করেন। এসময় জেলা ও দায়রা জজ মো. জিয়া হায়দার এদের মধ্যে তিনজনকে জামিন ও বাকি ৪৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে ৬৮ জন নেতা-কর্মী আদালতে হাজিরা না দিয়ে চলে যান।  

বিএনপিপন্থি আইনজীবী অ্যাড. শাহজাহান মুকুল জানান, তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফের অভিযোগ, তারা প্রকৃত ন্যায়বিচার পাননি। আদালত ফরমায়েশিভাবে নেতা-কর্মীদের কারাগারে পাঠিয়েছে।

জেলা জজ কোর্টের পিপি অ্যাড. বেলাল হোসেন জানান, নাশকতার মামলায় ৫০ আসামি হাজির হয়ে জামিন আবেদন করেন। এ মামলায় আরও যারা আসামি আছেন তাদের হাজির হওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত আছে। এর মধ্যে যদি তারা হাজির না হন, তাহলে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS