আইপিইউ অ্যাসেম্বলি শেষে দেশে ফিরলেন স্পিকার

আইপিইউ অ্যাসেম্বলি শেষে দেশে ফিরলেন স্পিকার

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভায় ২৩-২৭ মার্চ অনুষ্ঠিত ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি শীর্ষক সম্মেলন শেষে দেশে ফিরেছেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির প্রথম দিনে এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন।

এ সময়ে তিনি আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংয়ের আমন্ত্রণে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং বাংলাদেশে অনুষ্ঠিত আইপিইউ সম্মেলন, ওয়ার্ল্ড স্পিকার সামিটসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

তিনি গভর্নিং কাউন্সিলের ২১৩তম সেশনে সংসদীয় প্রতিনিধিদলসহ অংশ নেন। পার্লামেন্টারি ডিপ্লোম্যাসি: বিল্ডিং ব্রিজেস ফর পিস অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং- শীর্ষক আলোচনায়ও তিনি অংশ নেন।  

এ ছাড়া তিনি প্রটেকশন অফ মাইনরিটি রাইটস শীর্ষক ইভেন্টে প্যানেল স্পিকার হিসেবে বক্তব্য দেন। ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনেও বক্তব্য দেন স্পিকার।  

এ সম্মেলনে শিরীন শারমিন চৌধুরী এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS