আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন ইবি অধ্যাপক

আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে জাপান যাচ্ছেন ইবি অধ্যাপক

জাপানে আন্তর্জাতিক সম্মেলনে বক্তা হিসেবে যোগ দিতে যাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মামুনুর রহমান।

আগামী রোববার (১৭ মার্চ) জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্সে জাপানের দ্য কিপলিং সোসাইটি কর্তৃক আয়োজিত ২৩ নম্বর বার্ষিক সম্মেলনে অংশ নেবেন তিনি।

জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ইয়োশিও আইএসই স্বাক্ষরিত এক আমন্ত্রণপত্র সূত্রে এসব তথ্য জানা গেছে। তার যাতায়াতসহ অনান্য খচর জাপান সোসাইটি ফর দ্য প্রোমোশন অফ সায়েন্স বহন করবে বলে চিঠিতে বলা হয়েছে।

সেই কনফারেন্সে ড. মামুনের আলোচনার বিষয় ‘‘The Politics of Representations: ‘Self-making’ and ‘Othering’ in Rudyard Kipling and R.K. Narayan’’

এ বিষয়ে অধ্যাপক ড. মামুনুর রহমান বলেন, জাপানে আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। এটা আমার জন্য গর্বের। যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আমি এখন ঢাকায় অবস্থান করছি। আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় রাত পৌঁনে ১২টায় আমার ফ্লাইট।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS