আগের অবস্থায় ফিরছে বৈশ্বিক পর্যটন খাত

আগের অবস্থায় ফিরছে বৈশ্বিক পর্যটন খাত

করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অর্থনৈতিক খাত ছিল বৈশ্বিক পর্যটন। তবে বৈশ্বিক পর্যটন খাতের বাণিজ্যিক পরিস্থিতি মহামারির আগের অবস্থায় ফিরতে যাচ্ছে।

বৈশ্বিক পর্যটন বিশ্লেষক সংস্থা ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কাউন্সিল (ডব্লিউটিটিসি) তাদের প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরেছে। তাদের মতে, পর্যটন খাতে এবছর ৯৫ শতাংশের বেশি পুনরুদ্ধার হবে। পাশাপাশি আগামী বছর মহামারিপূর্ব স্তর ছাড়িয়ে যাবে।

বর্তমানে প্রায় ৩৪টি দেশ পূর্বের অবস্থায় চলে এসেছে। বিশ্লেষকদের মতে, ২০৩৩ সাল নাগাদ বৈশ্বিক পর্যটন খাতে আয় ১৫ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে। যেখানে বিশ্বজুড়ে ৪৩ কোটি মানুষের কর্মসংস্থান হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS