কদিন আগেই সামনে এসেছিল ফিল্মফেয়ার পুরস্কার ২০২৩-এর মনোনয়নের তালিকা। আর এবার মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশনাল সেন্টারে অনুষ্ঠিত হলো ৬৮তম হুন্দাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস-২০২৩ এর চূড়ান্ত পর্ব।
উক্ত অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। আয়োজনে বলিউড অভিনেতা-অভিনেত্রী, পরিচালক, কলাকুশলী এবং প্রযোজকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এবারের আসরে সেরা সিনেমার খেতাব জিতেছে সঞ্জয় লীলা বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। গত বছর এটি অন্যতম হিট সিনেমা ছিল। এছাড়াও এর পরিচালক সঞ্জয়ই সেরা পরিচালকের খেতাব জিতেছেন।
অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট এবং ‘বাধাই দো’ সিনেমার জন্য সেরা অভিনেতার খেতাব পেয়েছেন রাজকুমার রাও।
একনজরে দেখে নেওয়া যাক, কে কোন বিভাগ থেকে পুরস্কার পেলেন—
সেরা সিনেমা: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি
সেরা সহ-অভিনেতা: অনিল কাপুর (যুগ যুগ জিও)
সেরা সহ-অভিনেত্রী: শিবা চাড্ডা (বাধাই দো)
সেরা সিনেমা ক্রিটিকস: বাধাই দো
সেরা অভিনেত্রী ক্রিটিকস: ভূমি পেড়নেকর (বাধাই দো) এবং টাবু (ভুল ভুলাইয়া ২)
সেরা অভিনেতা ক্রিটিকস: সঞ্জয় মিশ্র (বধ)
সেরা চিত্রনাট্য: বাধাই দো- অক্ষত ঘিলদিয়াল হর্ষবর্ধন কুলকার্নি এবং সুমন অধিকারী
সেরা গল্প: বাধাই দো
সেরা ডেবিউ (পুরুষ): অঙ্কুশ গেদাম (ঝুণ্ড)
সেরা ডেবিউ (নারী): আন্দ্রিয়া কেভিচুসা (অনীক)।