চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় মামলা

চলন্ত বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার ঘটনায় মামলা

ভাড়া নিয়ে বাগ-বিতন্ডার জেরে চলন্ত বাস থেকে সৌদি প্রবাসী যাত্রী কালু সরদারকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর কটকস্থল এলাকায়। আহত কালু গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে।

এ ঘটনায় শনিবার (২ মার্চ) সকালে আহতের শ্যালক সাইদুল ইসলাম বাদী হয়ে বাসচালক, সুপারভাইজার ও হেলপারের নামে থানায় মামলা দায়ের করেন।  
মামলার বাদী আহতের শ্যালক সাইদুল ইসলাম বাংলানিউজকে বলেন, তারা তিনজন বেপারী পরিবহনের বাসে গৌরনদীর দিকে রওনা হয়। পথে ভাড়া নিয়ে তাদের সঙ্গে সুপারভাইজার, হেলপার এবং চালকের বাগ-বিতন্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাদের গৌরনদীতে না নামিয়ে কটকস্থল এলাকায় কালু সরদারকে হেলপার চলন্ত বাস থেকে ধাক্কা মেরে ফেলে দেয়। পরে তাদের ভুরঘাটা এলাকায় নামিয়ে দেওয়া হয়।

গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, নগরের কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থেকে যাত্রীকে ফেলে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন তার স্বজনরা। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় চালক, সুপারভাইজার ও হেলপারের নামে থানায় মামলা হয়েছে।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS