মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৭ জেলে আটক

মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরায় ৭ জেলে আটক

ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস চাঁদপুরের মেঘনাসহ বিভিন্ন অভয়াশ্রমে মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে জাটকা ধরায় সাত জেলেকে হাতেনাতে আটক করেছে চাঁদপুরের নৌ পুলিশ।

বৃহস্পতিবার (১ মার্চ) মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত সদর উপজেলার মেঘনা মোহনা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।  

তিনি বলেন, জাটকা ধরার সময় আটক সাত জেলের নামে থানায় নিয়মিত মামলা হয়েছে। তাদের আজই আদালতে পাঠানো হবে।

এদিকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে শুরু করে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকায় জেলা ও উপজেলা টাস্কফোর্সের ১২টি দল নদীতে মহড়া দিচ্ছে।

১ মার্চ থেকে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকা রক্ষা ও অভয়াশ্রম বাস্তবায়নে সরকার ইলিশসহ সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে। নিষেধ অমান্য করে কোনো জেলে নদীতে মাছ শিকার করলে তাকে মৎস্য আইনে সর্বোচ্চ দুই বছর কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS