কিশোরগঞ্জে কৃষকের পাশে দাঁড়িয়েছেন কৃষকলীগ নেতারা

কিশোরগঞ্জে কৃষকের পাশে দাঁড়িয়েছেন কৃষকলীগ নেতারা

প্রাকৃতিক দুর্যোগ আসার আগেই কৃষক যেন তাদের সোনালী ফসল ঘরে তুলতে পারে সেই লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে কিশোরগঞ্জে কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় করিমগঞ্জ উপজেলার গেরাজুর হাওরে কৃষক লীগের নেতাকর্মীদের উৎসাহ দিতে ধান কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন। এসময় কৃষক রমজান মিয়ার এক একর পাকা দান কেটে দেন কৃষক লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, গতবারের মতো এবারও হাওর এলাকার কৃষকের পাশে রয়েছে কৃষক লীগ। যতদিন হাওরের ধান কাটা শেষ না হবে ততদিন কৃষকলীগের প্রতিটি সদস্য হাওরে ধান কাটার দায়িত্ব পালন করবে। তিনি কৃষকলীগের তৃণমূলের নেতাকর্মীদের হাওরের শেষ ধানটি থাকা পর্যন্ত কৃষকের পাশে থাকতে আহ্বান জানান।

এসময় কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, কৃষিবিদ ডাক্তার নজরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ, দপ্তর সম্পাদক বাবু দীপক দাসসহ জেলা ও উপজেলা কৃষকলীগের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS