কারাবন্দি স্বপন-এনির পরিবারের পাশে বিএনপির শীর্ষ নেতারা

কারাবন্দি স্বপন-এনির পরিবারের পাশে বিএনপির শীর্ষ নেতারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আন্দোলনরত অবস্থায় গ্রেপ্তার বিএনপি মিডিয়া সেল আহ্বায়ক জহির উদ্দিন স্বপন ও সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির পরিবারের খোঁজখবর নিয়েছেন দলের শীর্ষ নেতারা।  

শুক্রবার (০৯ ফেব্রুয়ারি) বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপির ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এবং জিয়া শিশু অ্যাকাডেমির মহাপরিচালক এম.হুমায়ুন কবির হুমায়ুন কবির তাদের বাসায় যান।নেতারা বিএনপির এই কেন্দ্রীয় দুই নেতার পরিবারের সার্বিক খোঁজখবর নেন।

শহীদ উদ্দীন চৌধুরী এনি গ্রেপ্তার হন গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের বেশ কয়েকদিন আগে। আর জহির উদ্দিন স্বপনকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্তৃক ২৮ অক্টোবরের মহাসমাবেশ পণ্ড করে তাদেরই দায়েরকৃত মামলায়। বর্তমানে দুজনই একাধিক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি রয়েছেন।

এ সময় কারাবন্দি নেতাদের পরিবারের সদস্যদের যেকোনো পরিস্থিতিতে দল তাদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS