সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

সরবরাহ পর্যাপ্ত থাকলে কেউ মজুতদারি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আমাদের প্রথম কাজ হলো পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করা। পণ্যের সরবরাহ যদি পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুতদারি করতে পারবে না।সরবরাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইল ও মানিকগঞ্জের যমুনা তীরবর্তী এলাকায় নদীভাঙন রোধে জিও ব্যাগ ভরাটকাজের উদ্বোধনের সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্যপণ্য সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায় নদীপাড়ের মানুষকে রক্ষায় এ প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নদীভাঙন প্রতিরোধে ২১ লাখের বেশি জিওব্যাগ ফেলা হবে।

উদ্বোধনকালে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS