বন্যায় প্লাবিত রোকা সেলস শহরের ৩৯ বছর বয়সী বাসিন্দা পাওলো রবার্তো নেতো ভার্গাস এএফপিকে বলেন, ‘পানি এত দ্রুত বেড়েছে যে, কোনো কিছু সঙ্গে নেয়ার সময় পর্যন্ত পাইনি। আমি সব হারিয়েছি।’
ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের সঙ্গে ভারি বৃষ্টি ও বন্যায় বুধবার পর্যন্ত প্রাণহানি বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে।
বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার জানিয়েছে, বন্যায় আটকে পড়া অনেকে ঘরের ছাদে আশ্রয় নিয়েছেন। বড় ধরনের উদ্ধার তৎপরতা চলছে।
স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারের অপেক্ষায় আছেন এক হাজারের বেশি মানুষ।
গত সোমবার থেকে শুরু হওয়া ঝড়ের সময় বৃষ্টিতে ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রিও গ্রান্দে দো সুল রাজ্যের বিস্তীর্ণ অঞ্চল তলিয়ে যায়।
বন্যায় প্লাবিত রোকা সেলস শহরের ৩৯ বছর বয়সী বাসিন্দা পাওলো রবার্তো নেতো ভার্গাস এএফপিকে বলেন, ‘পানি এত দ্রুত বেড়েছে যে, কোনো কিছু সঙ্গে নেয়ার সময় পর্যন্ত পাইনি। আমি সব হারিয়েছি।’
ওই শহরে জরুরি সংস্থার কর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করেছে।
ভার্গাস আরও বলেন, ‘অনেকে সাহায্যের জন্য আকুতি জানাচ্ছিল। ঈশ্বরের কৃপায় আমরা বেঁচে গেছি।’
আকস্মিক বন্যা ও ভূমিধসে অনেক বাড়িঘর নিশ্চিহ্ন হয়ে গেছে।