নতুন নতুন কৌশলে অবৈধভাবে দেশে সোনা আসছে। এবার চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা একজন যাত্রীর কাছ থেকে প্রায় আধা কেজি ওজনের সোনা জব্দ করা হয়েছে। আজ রোববার সকালে জব্দ করা এই সোনার বাজারমূল্য ৪৩ লাখ টাকা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যৌথভাবে মো. রেজাউল করিম নামের এক যাত্রীর কাছ থেকে এসব সোনা জব্দ করেন।
শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল মতিন তালুকদার জানিয়েছেন, রেজাউল করিম নামের ওই যাত্রীর কাছ থেকে ৫৩৫ গ্রাম সোনা জব্দ করা হয়। তিনি ফ্রাইপ্যানের হাতলে ও বডি স্প্রের মুখে বিশেষভাবে লুকিয়ে অবৈধভাবে এসব সোনা দেশে নিয়ে এসেছিলেন। সোনা চোরাচালানের অভিযোগে যাত্রী রেজাউল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।