দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে সরে যেতে হবে: শামা ওবায়েদ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে সরকারকে সরে যেতে হবে: শামা ওবায়েদ

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে সরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। তিনি বলেছেন, ‘যদি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ক্ষমতা থেকে  আওয়ামী লীগকে সরে যেতে হবে। গণতন্ত্র ফেরাতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে গণমিছিল শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের ঝিলটুলী মহল্লার কাঠপট্টি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে ফরিদ শাহ সড়কে গণমিছিলের আগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, উন্নত চিকিৎসা ও সরকারের পদত্যাগের দাবিতে এ গণমিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে শামা ওবায়েদ বলেন, ‘বিএনপির এক দফার দাবি শুধু আমাদের একার দাবি নয়, দলমত-নির্বিশেষে যুগপৎভাবে ১৭ কোটি মানুষের দাবি। এখন শেখ হাসিনার দুর্নীতিবাজ দল একদিকে অন্যদিকে সারা দেশ।’ তিনি বলেন, ‘আজকে মোমেন সাহেবের (পররাষ্ট্রমন্ত্রী) মুখে শোনা যায়, “সামনে খুব খারাপ সময় আসছে।” ওবায়দুল কাদের সাহেবও খারাপ অবস্থার কথাই বলছেন। অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “উনি যদি গণভবন থেকে চলে যান উনি কোথায় গিয়ে থাকবেন!” এখানে আমরা কিছু বলছি না। তাঁদের কথাই বোঝা যায়, তাঁদের সামনের সময় ভালো না।’

শামা ওবায়েদ আরও বলেন, ‘দেশের জনগণ ভালো নেই। তাঁরা তিন বেলা খেতে পারেন না। আমাদের হাজার হাজার, লাখ লাখ নেতা-কর্মীর নামে মামলা। শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে আমাদের নামে ২০১৩, ’১৪, ’১৫ সালে যেসব মামলা হয়েছে, আদালতকে তারা দ্রুত সেসব মামলার রায় দিতে নির্দেশ দিয়েছেন।’

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দেশের জনগণের জন্য, দেশের মানুষের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। দয়া করে জনগণের পালস বোঝার চেষ্টা করুন।’

ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুমের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল ইসলাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, মাশুকুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী, সদস্যসচিব এ কে এম কিবরিয়া, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান, জুলফিকার হোসেন, আলী আশরাফ প্রমুখ বক্তব্য দেন।

পরে বিকেল পাঁচটার দিকে গণমিছিল শুরু হয়। মিছিলটি কাঠপট্টি থেকে শুরু হয়ে থানা রোড ধরে জনতা ব্যাংকের মোড় হয়ে মুজিব সড়ক ধরে, ফরিদপুর প্রেসক্লাবের সামনে দিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালসংলগ্ন ব্রহ্ম সমাজ সড়কে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS