ভোটে জিতলে গুলশানে টিকটক ও গান-বাজনা বন্ধ করে দেবেন প্রার্থী

ভোটে জিতলে গুলশানে টিকটক ও গান-বাজনা বন্ধ করে দেবেন প্রার্থী

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এতে কমতি নেই প্রতিশ্রুতির ডালপালা। তবে এক ব্যতিক্রমী প্রতিশ্রুতি দিয়ে আলোচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান জালাল।

তিনি বলেছেন, ভোটে জিতলে গুলশান এলাকায় টিকটক আর গান-বাজনা বন্ধ করে দেব। এসব এলাকায় কাজের বুয়া ও ড্রাইভার সাপ্লাই দেব।

সোমবার (১০ জুলাই) প্রার্থিতা ফিরে পেয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জালাল।

আসাদুজ্জামান জালাল সোমবার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিষয়ে হাইকোর্টে জান। এ সময় নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে এবং প্রতীক বরাদ্দের জন্য আদেশ দেন উচ্চ আদালত। বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আসাদুজ্জামান জালাল বলেন, গুলশান এলাকায় অনেক মাছের কাঁটা আছে। সেগুলো আমি সংগ্রহ করব। এর বিনিময়ে গুলশানবাসীকে অর্থ প্রদান করব। আমার আফতাবনগরে ১০ কাঠা জায়গা আছে সেখানে পানির পাম্প বসিয়ে গুলশানবাসীকে নিরাপদ পানি সাপ্লাই দেব।

এ প্রার্থী আরও বলেন, আমি সারাজীবন রাজনীতি করেছি বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবিতে। আজকে দলীয়ভাবে আমাদের মনোনয়ন দেওয়া হয় নাই। এমপি-মন্ত্রীরা কর্মীদের মূল্যায়ন করে না। আমি ২০০১ সালে খুলনা নির্বাচন করেছিলাম। তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS