ফ্যাশন ও বিনোদন অঙ্গনে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন। অভিনয়, মিডিয়া, গ্রুমিং ও ব্যক্তিত্ব উন্নয়নের মাধ্যমে নতুন প্রজন্মের প্রতিভা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য।
শনিবার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। তিনি উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে নিজের দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন।
একই সঙ্গে শৃঙ্খলার গুরুত্ব এবং বিনোদন অঙ্গনে টিকে থাকার বাস্তব দিকগুলো তুলে ধরেন। তার বক্তব্য নতুনদের জন্য ছিল অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের প্রতিষ্ঠাতা ও বিশ্বরঙের কর্ণধার, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।
তিনি বলেন, বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে প্রতিভাকে শুধু আবিষ্কারই নয়, বরং সঠিক প্রশিক্ষণ, আত্মবিশ্বাস ও পেশাদার মানসিকতার মাধ্যমে গড়ে তোলা হবে।
উদ্বোধনী আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রয়োজনীয় একটি প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশন ভবিষ্যতে দেশের ফ্যাশন ও বিনোদন শিল্পে দক্ষ, সচেতন ও আত্মবিশ্বাসী প্রতিভা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ভর্তি ও যোগাযোগ: ০১৭৩০০৬৮০৪৩