কানাডার টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিক (Abhijatrik) তাদের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ করেছে।
সম্প্রতি এ উপলক্ষে টরন্টোর একটি রেস্তোরাঁ হ্যালিবাট ফিশ অ্যান্ড চিপস হাউসে প্রিমিয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টরন্টোর বিভিন্ন ব্যান্ডের শিল্পী, সংগীতশিল্পী, লেখক, সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আসমা হকের উপস্থাপনায় অনুষ্ঠানে ব্যান্ডটির ভোকাল ও গিটারিস্ট নোভেল বলেন, বাংলা ব্যান্ডসংগীতকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্য নিয়ে ২০২২ সালে অভিযাত্রিক যাত্রা শুরু করে।
প্রবাসে থেকেও তারা নিয়মিত সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, ‘একান্ন টুকরো’ তাদের প্রথম মিউজিক ভিডিও এবং এটি তাদের নিজস্ব মৌলিক গান।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা গানটির প্রশংসা করেন এবং ব্যান্ডটির সাফল্য কামনা করেন। জনপ্রিয় উইনিং ব্যান্ডের ভোকাল চন্দন জামান আলী বলেন, একটি ব্যান্ডের এগিয়ে যাওয়ার জন্য মৌলিক গানের গুরুত্ব অনেক বেশি।
এলআরবি’র আবদুল্লাহ আল মাসুদ-এর কথা, সুর ও সংগীত পরিচালনায় গানটিতে অংশ নিয়েছেন-ভোকাল ও লিড গিটারে নোভেল, কিবোর্ডে শুভ, লিড গিটারে ফাবিয়ান, বেইজে নাফিজ এবং ড্রামসে রোল্যান্ড। মিউজিক ভিডিওটি প্রযোজনা করেছে এলধাহস ফিল্মস। এতে অভিনয় করেছেন আহসান হাবীব ও আরেলি মেলেন্দেজ।
প্রেম ও বিরহের গল্প নিয়ে তৈরি মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ এখন ইউটিউব ও স্পটিফাইয়ে দেখা যাচ্ছে।