News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: তুলি

ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক প্রকৌশলী সানজিদা ইসলাম তুলি বলেছেন, ‘সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।’

রোববার (২৬ জানুয়ারি) সকালে ৯ নম্বর ওয়ার্ডের গাবতলী সিটি কলোনিতে ‘মায়ের ডাক’-এর উদ্যোগে দেশনেত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

এদিন সকাল থেকেই শত শত রোগীর উপস্থিতিতে মেডিকেল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়, যা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। 

তুলি বলেন, বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেব। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে, সেটাই আমাদের অঙ্গীকার।

নির্বাচনী প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না, আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাল্লাহ।

মেডিকেল ক্যাম্পে ১৫ সদস্যের চিকিৎসকদল সেবা দিতে নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া ‘মায়ের ডাক’ সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মো. মঞ্জুর হোসেন ঈসা, রুবেলসহ ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ক্যাম্প শেষে তুলি বনগাঁ এলাকার বিভিন্ন গ্রাম, স্কুল, হাট-বাজার ও বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট প্রার্থনা করেন।

এ সময় বনগাঁ এলাকার স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS