৪০ কোটির অফার জেনেও তামাকের বিজ্ঞাপনে ‘না’ সুনীলের

৪০ কোটির অফার জেনেও তামাকের বিজ্ঞাপনে ‘না’ সুনীলের

বলিউডের অনেক তারকা তামাক এবং অ্যালকোহল বা পানমশলার ব্র্যান্ডের বিজ্ঞাপন করেছেন। তবে, এমন অভিনেতাও আছেন যারা মোটা অংকের টাকা পাওয়ার পরও এই ধরনের বিজ্ঞাপন করতে রাজি হন না।

তাদের মধ্যে অন্যতম বলা যায় সুনীল শেঠিকে। সম্প্রতি জানিয়েছেন, কীভাবে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপন তিনি করতে রাজি হননি।

পিপিং মুন পডকাস্টে সুনীল বলেন, ‘আমি আমার স্বাস্থ্যের জন্য কৃতজ্ঞ। আমার শরীরই সুনীল শেঠিকে চলচ্চিত্র জগতে সুযোগ দিয়েছে। যদি আমি এটাকে সম্মান না করি, তাহলে আমি নিজের উপর অবিচার করব। আমার সন্তানদের জন্য আমি কী উত্তরাধিকার রেখে যাব? আমি হয়তো সিনেমা বা বক্স অফিসের ক্ষেত্রে আর প্রাসঙ্গিক নই, কিন্তু আজও, ১৭-২০ বছর বয়সীরা আমাকে এত সম্মান এবং ভালোবাসা দেয়।’

তিনি আরও বলেন, ‘‘আমাকে ৪০ কোটি টাকার একটি তামাকের বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল। আমি তাদের বলেছিলাম, ‘আপনারা কি মনে করেন আমি এই চুক্তিতে রাজি হব? আমি হয়তো টাকা চাইব, কিন্তু না, আমি এমন কিছু করব না যা আহান, আথিয়া বা রাহুলের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।’ এরপর, কেউ আমার কাছে আসতে সাহস করেনি।’’

প্রসঙ্গত, অজয় দেবগণ একটি পান মশলা ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছিলেন, তখন তাদের ব্যাপকভাবে তাকে ট্রোল হতে হয়েছিল।

এমনকী শাহরুখ খানও পানমশলার বিজ্ঞাপন দিয়ে আইনি সমস্যার সম্মুখীন হয়েছিলেন।

এদিকে সুনীল শেঠিকে সামনে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ সিনেমায় দেখা যাবে। এতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, লারা দত্ত, রবীণা ট্যান্ডন এবং দিশা পাটানি। তাকে অক্ষয় কুমার এবং পরেশ রাওয়ালের সঙ্গে ‘হেরা ফেরি ৩’ তেও দেখা যাবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS