বিয়ে কোন এক ‘২১ ডিসেম্বর’ কেন, জানালেন আইশা

বিয়ে কোন এক ‘২১ ডিসেম্বর’ কেন, জানালেন আইশা

উপস্থাপনা এবং মডেলিংয়ের পর অভিনয়ে দর্শকদের নজর কেড়েছেন আইশা খান। কাজ করে যাচ্ছেন নতুন নতুন নাটকে। ফলে আগের চেয়ে তার ব্যাপারে দর্শকের আগ্রহ বেড়েছে। আর যে তারকাদের ওপর আগ্রহ থাকে তাদের ব্যক্তিজীবন, পছন্দ-অপছন্দ নিয়েও বেশ চর্চা হয়।

একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন, লাইফ পার্টনার এখনও খুঁজে না পেলেও, বিয়ের তারিখ কিন্তু ঠিক করে রেখেছেন আইশা।ওই সময় তিনি জানান, ২১ ডিসেম্বর বিয়ে করবেন তিনি। তবে সালটা নিশ্চিত করে কিছু বলেননি আইশা। 

এবার কারণ নিয়ে মুখ খুললেন শোবিজের এই তরুণ তুর্কী।বিষয়টি নিয়ে এক সাক্ষাৎকারে ব্যাখ্যা করে আইশা বলেন, আমার কাজিনরা বিয়ের পর দেশের বাইরে সেটেল্ড হয়েছে। ওরা একই মাসে ছুটি পায় না। একেকজন একেক সময় ছুটি পায়। ফলে আমরা কারও বিয়েতে একত্র হতে পারিনি।

বিয়ের তারিখটা আগে থেকেই বলে রেখেছি, ওদের ফোন করলে যেন চলে আসতে পারে।

এই শোবিজ কন্যা যোগ করে বলেন, আমি কাজিনদের খুবই মিস করি। ছোটবেলা থেকে গল্প করে, মুভি দেখে সময় কাটিয়েছি। ওদের কথা ভেবেই সিদ্ধান্তটা নিয়েছি। তবে কোন বছরের ২১ ডিসেম্বর বিয়ে করব, সেটা এখনো সিদ্ধান্ত নিইনি।

ইতোমধ্যেই আইশা (আমি একজন খুনি বলছি ও হৃদয়ে তুমি, শেষটার নাম পরিবর্তিত হতে পারে) নামের দুটি নাকটের কাজ শেষ করেছেন। এগুলো ঈদে প্রচারিত হবে বলে জানা গেছে। এছাড়া আসছে শুক্রবার থেকে উপস্থাপনায় ও আগামী মাসে অভিনয়ে ফের সরব হচ্ছেন হাল আমলের এই গ্ল্যামার গার্ল। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS