রাজধানীর খিলগাঁওয়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় জাকির হোসেন চৌধুরী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ এবং বাসের হেলপারকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত জাকির হোসেনের ছেলে আফাজ উদ্দিন চৌধুরী জানান, তাদের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার তেল পারৈই গ্রামে। বর্তমানে তারা রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় বসবাস করছেন। তার বাবা পেশায় জমির ব্যবসায়ী ছিলেন।
তিনি আরও বলেন, সকালে বাবার এক ব্যবসায়িক পার্টনার ফোন করে খিলগাঁও যেতে বলেন। এরপর তার বাবা বাসা থেকে বের হন। কিছুক্ষণ পরই তারা জানতে পারেন, খিলগাঁওয়ে বাসের ধাক্কায় তার বাবা মারা গেছেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ব্যক্তি খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে বাস জব্দ করা হয়েছে এবং বাসের হেলপারকে আটক করা হলেও চালক পালিয়ে যায়।