অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৫৯

অপারেশন ডেভিল হান্টে রাজধানীতে গ্রেপ্তার ৫৯

রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। যাত্রাবাড়ী, মুগদা, রূপনগর, মতিঝিল ও হাতিরঝিল থানা পুলিশ যৌথভাবে এসব অভিযান পরিচালনা করে।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করা হয়।

এর মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশ ১৩ জন, মুগদা থানা পুলিশ ১৫ জন, রূপনগর থানা পুলিশ ১২ জন, মতিঝিল থানা পুলিশ পাঁচজন এবং হাতিরঝিল থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করে।

যাত্রাবাড়ী থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন,শাওন (২২), নূর মোহাম্মদ (৩১), রানা মোল্লা রানা (২৬), শ্যামল চন্দ্র ঘোষ (৬২), অপু (২২), মো. হাসান হাওলাদার (২৮), সাকিব ওরফে সুজন (২০), হৃদয় (২২), সুজাল হোসাইন রিমন (২১), নিরঞ্জন দাস (২৬), আরফান শেখ (১৯), নাসির উদ্দিন (৪৫) ও রাকিবুল হাসান (২৮)।

মুগদা থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, সাব্বির হাওলাদার (২৫), আল আমিন (৩৬), পলাশ ইসলাম (৩৯), মো. আসমাল (২০), খলিল (৩৪), জাহিদুল ইসলাম (৩৫), সোহাগ (২৬), কালাম (২৮), বোরহান উদ্দিন (৩৫), রাজিব (২৮),  বকুল (৩৫), হাসান মিয়া (২৭), আনোয়ার হোসেন (২৬), মমিন (৩৮) ও শামিম ইকবাল বাপ্পি (২৭)।

রূপনগর থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, হাবিব (২২), মনির হোসেন (৩৮), সোহাগ (২৮), রিপন (২২), মারুফ হোসেন (২১), ইকবাল হাসান (২১), নাঈম (২০), জহিরুল ইসলাম জহির (২১),  তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), সোহেল রানা (২০) ও জিহাদ (২১)।

মতিঝিল থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, জুয়েল (৩১), কামরুল শরিফ (২৫), আজিজুল ইসলাম (৪৩), জহিরুল ইসলাম (৩৩) ও আব্দুল কাইয়ুম (২১)।

হাতিরঝিল থানা এলাকায় গ্রেপ্তারকৃতরা হলেন, আব্দুর রহমান সরদার (২৫), রিপন দেবনাথ (৩৫), মোছা. নাছরিন বেগম (১৯), মোছা. শিরিন (১৭), সাকিব আল হাসান (২৩), দেলোয়ার (৪০), মো. রানা ইসলাম (৩০), নাইমুল ইসলাম (৮), রাকিব (২২), বায়জিদ (২৩), রাকিব (২২), সবিজ হাওলাদার (২৫), মো. নাইম (২৩) ও মো. শাহিন (২৪)।

ডিসি তালেব জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS