রিচি সোলায়মানকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকা হয়!

রিচি সোলায়মানকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকা হয়!

অভিনয়শিল্পী রিচি সোলায়মানের জন্মদিন শুক্রবার (২৩ জানুয়ারি)। এ বছর তিনি দেশেই এই বিশেষ দিনটি উদযাপন করছেন। বিয়ের পর যুক্তরাষ্ট্র-বাংলাদেশ যাওয়া-আসার মধ্যেই থেকেছেন তিনি।

যদিও দেশের প্রতি, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি সন্তানদের টান যাতে আরো প্রগাঢ় হয়, সেজন্য পাঁচ বছর আগেই ছেলে রায়ান ও মেয়ে ইলমাকে দেশের স্কুলে ভর্তি করিয়েছেন রিচি সোলায়মান।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র প্রবাসী রাশেকুর রহমান মালিককে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি স্বামী-সন্তান-সংসারের অনেক অজানা তথ্য রিচি সোলায়মান শেয়ার করেছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বিতীয় মৌসুমের অষ্টম পর্বে।

যেখানে রিচি সোলায়মান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে সব কাজ নিজেদেরই করতে হয়। এমনও হয়েছে, একসাথে ৭০-৮০ জনের জন্য রান্না করি।ঈদের সময় ৬০-৬৫টি পরোটাও ভাজতে হয়। আনন্দ নিয়ে ওসব কাজ করি।

রিচি সোলায়মানের ডাক নাম ‘মুন্নী’। নামের বিষয়টি জানিয়ে তিনি জানান, আমার হাতের ‘চিকেন’ ডিশ অনেক জনপ্রিয় হওয়ায় মজা করে অনেকে আমাকে ‘মুরগী মুন্নী’ বলে ডাকে।

রিচি সোলায়মান বলেন, কিছুদিন আগে স্বামী-সন্তানদের নিয়ে ওমরাহ হজ করতে গিয়েছিলেন এবং সেখানে একজন বিশেষ মানুষের জন্য মন খুলে দোয়া করেছেন তিনি। কে রিচি সোলায়মানের সেই বিশেষ মানুষ? জানা যাবে আজকের পডকাস্টে।

‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র এই পর্বটি প্রচার হবে  শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ। রুম্মান রশীদ খানের সঞ্চালনায় দীর্ঘ এই পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS