অফিসের কাজ করতে করতে কিংবা দীর্ঘ সময় এক জায়গায় আটকে থাকলে অনেক সময়ই জীবনে একঘেয়েমি চলে আসে। চারপাশের সবকিছু তখন বিরক্তিকর মনে হয়। এমন পরিস্থিতিতে মন ভালো রাখতে অনেকেই দূরে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেন। ভ্রমণ মানসিক প্রশান্তি এনে দিলেও সমস্যা তৈরি হয় তখনই, যখন বাজেট ঠিকমতো মেলে না।পর্যাপ্ত অর্থ না থাকলে বা ভ্রমণে অতিরিক্ত খরচ হলে আনন্দের বদলে চাপই বেড়ে যায়।
তবে কিছু বিষয় মাথায় রাখলে খরচ বাঁচিয়েও উপভোগ্য ভ্রমণ সম্ভব।
চলুন জেনে নেওয়া যাক খরচ বাঁচিয়ে ভ্রমণের কিছু কার্যকর উপায়—
একাধিক ব্যক্তি একসঙ্গে ভ্রমণে গেলে খরচ তুলনামূলকভাবে কম পড়ে। দলবদ্ধভাবে ঘুরলে হোটেল ভাড়া, যাতায়াত, খাবার ও কেনাকাটায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সাশ্রয় হয়, যা একা ভ্রমণে সম্ভব হয় না।
একা ভ্রমণে বের হলে অতিরিক্ত লাগেজ নেওয়া থেকে বিরত থাকুন। লাগেজ যত বেশি হবে, খরচও তত বাড়ার সম্ভাবনা থাকে।
দেশে বা বিদেশে ভ্রমণের আগে নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্ট নির্বাচন করা জরুরি। যাচাই-বাছাই ছাড়া এজেন্ট বেছে নিলে অপ্রয়োজনীয় খরচের মুখে পড়তে হতে পারে।
অনেক সময় শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করতে গিয়ে অতিরিক্ত চার্জ গুনতে হয়। তাই ভ্রমণের আগে সব পরিকল্পনা আগেভাগেই চূড়ান্ত করা ভালো।
ছুটির দিনের পরিবর্তে সপ্তাহের মাঝামাঝি দিনে ভ্রমণের পরিকল্পনা করলে খরচ কমে। কারণ সাধারণত শুক্র ও শনিবার ফ্লাইট ও হোটেলের ভাড়া বেশি থাকে।
ভ্রমণের আগে কোথাও কোনো ছাড় বা অফার চলছে কি না, সে বিষয়ে খোঁজ নিন।এতে বাজেটের মধ্যে থেকেই ভ্রমণ করা সহজ হয়।
যেসব জায়গায় ক্যাম্পিংয়ের সুযোগ রয়েছে, সেখানে এক-দুইদিন ক্যাম্পিং করা যেতে পারে। এতে থাকার খরচ অনেকটাই কমে আসে এবং ভ্রমণের অভিজ্ঞতাও হয় ভিন্নরকম।
সঠিক পরিকল্পনা ও সচেতন সিদ্ধান্তই পারে ভ্রমণকে আনন্দদায়ক এবং সাশ্রয়ী করে তুলতে।