সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন বাংলানিউজের এসএমএ কালাম

সেরা প্রতিবেদনের পুরস্কার পেলেন বাংলানিউজের এসএমএ কালাম

পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর সিনিয়র করেসপন্ডেন্ট এসএমএ কালাম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার তুলে দেয়। পুরস্কার বিজয়ীদের হাতে চেক ও সনদ তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজারবিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।

পুঁজিবাজারের নীতিনির্ধারণ, বিনিয়োগ ঝুঁকি, বাজার স্বচ্ছতা এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ-সংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ধারাবাহিক ও অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এসএমএ কালাম এই সম্মাননা অর্জন করেছেন।

বাংলানিউজের ডেপুটি চিফ অব করেসপন্ডেন্টস হিসেবে দায়িত্ব পালন করা এসএমএ কালাম দীর্ঘদিন ধরে বাংলাদেশের শেয়ারবাজারের নীতিমালা, তালিকাভুক্ত কোম্পানির আর্থিক অবস্থা, বাজারে অনিয়ম, বিনিয়োগ ঝুঁকি এবং সাধারণ বিনিয়োগকারীদের অধিকার–সংক্রান্ত বিষয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করে আসছেন।

তার প্রতিবেদনে কেবল তথ্য উপস্থাপন নয়, বরং বিশ্লেষণ ও প্রেক্ষাপটের মাধ্যমে বিষয়গুলো পাঠকের কাছে স্পষ্টভাবে তুলে ধরা হয়, যা নীতিনির্ধারক মহলসহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে বাজারে কারসাজি, দুর্বল করপোরেট গভর্ন্যান্স, নীতিগত অসংগতি ও বিনিয়োগকারীদের স্বার্থ-বিরোধী কার্যক্রম নিয়ে তার অনুসন্ধানী প্রতিবেদনগুলো প্রশংসিত হয়েছে।

আরও যারা পুরস্কৃত
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপের তিন ক্যাটাগরির মধ্যে প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবিব। বিশেষ পুরস্কার পেয়েছেন সমকালের জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম ও ইত্তেফাকের জ্যেষ্ঠ প্রতিবেদক মুন্না রায়হান।

ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। বিশেষ পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আলমগীর হোসেন ও স্টার নিউজের স্টফ রিপোর্টার মো. আতাউর রহমান।

অনলাইন মিডিয়া ক্যাটাগরিতে বিজয়ী হয়ে পুরস্কার পেয়েছেন রাইজিংবিডি.কমের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। 

আর এসএমএ কালামের পাশাপাশি বিশেষ পুরস্কার পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন।

বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS