News Headline :
শীতের ভোরে জীবিকার জন্য বের হন রিকশা নিয়ে, আধঘণ্টা পরেই মৃত্যুর খবর অবৈধ বরাদ্দ বাতিলসহ ৫ দাবি জানাল মুক্তিযোদ্ধা সমিতি মানবতাবিরোধী অপরাধ মামলায় জব্দ আলামত প্রদর্শিত হবে জুলাই স্মৃতি জাদুঘরে বাংলাদেশ-পাকিস্তান-রাশিয়াসহ ৭৫ দেশের ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র ডিসেম্বর-২০২৫ মাসিক অপরাধ সভায় তেজগাঁও বিভাগ শ্রেষ্ঠ সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ জেফার-রাফসানের বিয়ে কাল? বিপিএলে সিলেটের জার্সিতে খেলবেন ক্রিস ওকস পিপিপি থেকে বাদ পড়লো নিউ মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্প আমাকে শেষ চার মাস কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ

সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট জুলাই গণঅভ্যুত্থান: আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সংস্কারের সবচেয়ে বড় ম্যান্ডেট এসেছে জুলাই গণঅভ্যুত্থান থেকে। এই ম্যান্ডেটকে পূর্ণতা দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে গণভোটে ‘হ্যাঁ’ বলার মাধ্যমে।

বুধবার (১৪ জানুয়ারি) রংপুরের শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ আমাদের শিক্ষা দিয়েছে, যত প্রতিকূলতা থাকুক, যদি ন্যায়ের পক্ষে থাকি, বিজয় আমাদের অনিবার্য।

একাত্তরের ধারাবাহিকতায় ২০২৪-এ আমরা ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদের মোকাবিলা করেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণভোটকে সফল করতে হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম এবং রংপুরের পুলিশ কমিশনার মো. মজিদ আলী।

সভায় সভাপতিত্ব করেন রংপুর কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব মোহাম্মদ আলী সরকার, এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা এতে অংশ নেন।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, মানুষ পরিবর্তন চায়। না হলে দেশে গণঅভ্যুত্থান হতো না। সনদের প্রতিটি অক্ষর শহিদের রক্তে লেখা, যাদের রক্তে এই সনদ লেখা হয়েছে, তারাই দেশকে পরিবর্তনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের দিয়েছেন।

বিশেষ অতিথি মনির হায়দার বলেন, গণভোট কারো একার এজেন্ডা নয়।

দেশের সব রাজনৈতিক দল, আইনজ্ঞ ও সংবিধান বিশেষজ্ঞ মিলে জুলাই সনদ তৈরি করেছে। গণভোটে যারা ‘না’ এর পক্ষে কথা বলে, তারা প্রকৃতপক্ষে ফ্যাসিবাদের পক্ষেই কথা বলে।

তিনি আরও বলেন, গত ৫৪ বছরেও আমরা দেশে ইনসাফ কায়েম করতে পারিনি। স্বাধীনতার যে লক্ষ্য ছিল, তা অর্জন করতে পারিনি। এবারও যদি আমরা স্বাধীনতার লক্ষ্য, ন্যায়, সাম্য ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে স্বাধীনতা ব্যর্থতায় পর্যবসিত হবে।

ধর্ম সচিব মো. কামাল উদ্দিন বলেন, আমাদের আলেম সমাজ সব থেকে বেশি বঞ্চনার শিকার। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হলে আলেমগণ তাদের অধিকার ফিরে পাবে। গণভোট মানুষের হক প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার একটি বিরাট সুযোগ।

সভায় কারমাইকেল কলেজ জামে মসজিদের খতিব বলেন, গণভোটের কোনো দফাই ধর্ম, আইন ও নীতির সাথে সাংঘর্ষিক নয়। আলেম সমাজ গণভোটের সকল দফার সঙ্গে একমত। গণভোটের সফল বাস্তবায়নে সমাজের আলেমরা সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান, জাতীয় ইমাম সমিতি রংপুরের সভাপতি নাজমুল ইসলাম সিদ্দিকী, রংপুর কারামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন এবং মুলাটোল মদিনাতুল উলুম আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আছগর আলী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS