আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু ভারত থেকে সরিয়ে অন্য কোথাও নেওয়ার আবেদনের প্রেক্ষিতে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
আজ সোমবার এক মিডিয়া রিলিজে বিসিবি জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আনুষ্ঠানিক এবং অফিসিয়াল জবাবের অপেক্ষায় রয়েছে।
বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আজ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আইসিসি সংক্রান্ত যে যোগাযোগের কথা উল্লেখ করেছেন, সেটি ছিল মূলত বিসিবি এবং আইসিসির নিরাপত্তা বিভাগের মধ্যকার একটি অভ্যন্তরীণ ও দাপ্তরিক বিষয়। এই চিঠিপত্রগুলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ‘নিরাপত্তা মূল্যায়ন’ সংক্রান্ত ছিল।
বোর্ড আরও স্পষ্ট করেছে যে, এই যোগাযোগকে ভেন্যু পরিবর্তনের আবেদনের ওপর আইসিসির কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক সিদ্ধান্ত হিসেবে বিবেচনা করা ঠিক হবে না।
বিসিবি ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে তাদের উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা শঙ্কার কথা বিবেচনা করে ভারতের বদলে অন্য কোনো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনের জন্য আইসিসিকে অনুরোধ জানিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। তবে বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশের ম্যাচগুলো কলকাতা ও মুম্বাইয়ে হওয়ার কথা থাকলেও আইসিসি এখনও কোনো বিকল্প ভেন্যু বা দেশ পরিবর্তনের বিষয়ে বিসিবিকে সবুজ সংকেত দেয়নি।
বিসিবি তাদের বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি নিয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক কোনো উত্তর পাওয়ার পরই তারা প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে। দলের নিরাপত্তা ও খেলোয়াড়দের মানসিক স্বস্তিই এখন বিসিবির কাছে মূল অগ্রাধিকার। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র চার সপ্তাহের মতো সময় বাকি থাকায় আইসিসি খুব শীঘ্রই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে ধারণা করা হচ্ছে।