গত বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ

গত বছরের তৃতীয় প্রান্তিকে বিদেশি বিনিয়োগ বেড়েছে ২০০ শতাংশ

বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার মধ্যেও ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে নিট বিদেশি বিনিয়োগ (এফডিআই) উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বছর ব্যবধানে বেড়েছে প্রায় ২০২ শতাংশ। এতে বিনিয়োগকারীদের আস্থার ইতিবাচক প্রতিফলন দেখা যাচ্ছে।

সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে নিট এফডিআই প্রবাহ দাঁড়িয়েছে ৩১৫ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলার। আগের বছর একই সময়ে এই অংক ছিল ১০৪ দশমিক ৩৩ মিলিয়ন ডলার। অর্থাৎ বছর ব্যবধানে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০২ শতাংশ। এ সময় এফডিআইয়ের সব উপাদানেই উন্নতি হয়েছে।

অন্যদিকে জানুয়ারি থেকে সেপ্টেম্বর ২০২৫ সময়ে মোট নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) প্রবাহ দাঁড়িয়েছে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলারে। আগের বছর একই সময়ে এই অংক ছিল ৭৮০ মিলিয়ন ডলার। সেই হিসাবে নিট এফডিআই প্রবাহে প্রায় ৮০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ইক্যুইটি বিনিয়োগ বেড়েছে ৩১ দশমিক ৬৯ শতাংশ।

বর্তমান ইক্যুইটি বিনিয়োগ ১০১ দশমিক ১২ মিলিয়ন ডলার।

পুনঃবিনিয়োগকৃত আয় (রিইনভেস্টেড আর্নিংস) বেড়েছে ১৯০ দশমিক ৭ শতাংশ, যা আগের বছর (২০২৪) ছিল ৭২ দশমিক ৯০ মিলিয়ন ডলার, ২০২৫ সালে বেড়ে হয়েছে ২১১ দশমিক ৪৭ মিলিয়ন ডলার।

অন্যদিকে আগের বছর যেখানে আন্তঃপ্রতিষ্ঠান ঋণ (ইন্ট্রা-কোম্পানি লোন) ছিল ঋণাত্মক ৪৫ দশমিক ৩৬ মিলিয়ন ডলার, সেখানে ২০২৫ প্রান্তিকে তা ঘুরে দাঁড়িয়ে ২ দশমিক ৪৯ মিলিয়ন ডলারের ইতিবাচক অবস্থানে এসেছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ব্যবসা পরিবেশ উন্নয়ন এবং সম্ভাবনাময় বিনিয়োগের একটি বিশ্বাসযোগ্য পাইপলাইন তৈরি করাই বিডার মূল কাজ। এই পাইপলাইন থেকে বাস্তব বিনিয়োগ আসতে শুরু করা উৎসাহজনক।যদিও তুলনামূলক মানদণ্ড এখনও নিচু, তবে টানা দুই প্রান্তিকের এই প্রবৃদ্ধি প্রমাণ করে বিনিয়োগকারীরা বাংলাদেশে আস্থা রাখছেন। আসন্ন নির্বাচনকে ঘিরে ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বিনিয়োগ প্রবাহে কিছুটা ধীরগতি দেখা গেলেও নির্বাচন পরবর্তী সময়ে বিনিয়োগে গতি ফিরবে বলে প্রত্যাশা করছি।

তিনি জানান, বাস্তবায়িত বিনিয়োগের পরিসংখ্যানের বাইরেও প্রচলিত নিবন্ধিত প্রস্তাবনার অতিরিক্ত হিসেবে ২০২৫ সালের জন্য বিডার নিজস্ব পাইপলাইনে ইতোমধ্যে ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগ অন্তর্ভুক্ত হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের প্রথমার্ধেও এফডিআই প্রবাহে ইতিবাচক ধারা দেখা গিয়েছিল। ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) নিট এফডিআই ছিল ৩০৩ দশমিক ২৭ মিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই প্রান্তিকের তুলনায় ১১ দশমিক ৪ শতাংশ বেশি। সামগ্রিকভাবে ২০২৫ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) নিট বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আগের বছরের একই সময়ের (২০২৪ সালের প্রথমার্ধ) তুলনায় ৬১ শতাংশের বেশি বেড়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS