দেশে নারী উদ্যোক্তা তৈরি ও তাদের টিকিয়ে রাখতে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাওয়ার আহ্বান জানিয়েছেন নারী উদ্যোক্তারা। এ ছাড়াও নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা সৃষ্টিতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
সোমবার (১২ জানুয়ারি) উইমেন চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলোর সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা উন্নয়নে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিয়ে এ আহ্বান জানান নারী উদ্যোক্তারা। মতবিনিময় সভাটির আয়োজন করে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।
এফবিসিসিআইর প্রশাসক মো. আবদুর রহিম খানের সভাপতিত্বে সভায় দেশের বিভিন্ন জেলার উইমেন চেম্বারের নারী উদ্যোক্তা ও প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ও উদ্যোক্তাদের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
নারী উদ্যোক্তারা জানান, নারীদের সহজ শর্তে ঋণ দেওয়ার কথা থাকলেও বাস্তবে তা পাওয়া যায় না। কেন্দ্রীয় ব্যাংক এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিলেও জেলা ও উপজেলা পর্যায়ে বাণিজ্যিক ব্যাংকসমূহের ম্যানেজাররা এক্ষেত্রে বিভিন্ন অহেতুক কাগজাদির বেড়াজালে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ অবস্থায় ব্যাংক ঋণ প্রাপ্তি সহজীকরণ চান নারী উদ্যোক্তারা।
সভাপতির বক্তব্যে এফবিসিসিআইর প্রশাসক আবদুর রহিম খান বলেন, মাঠপর্যায়ে নারী উদ্যোক্তাদের চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করতে প্রাপ্ত সুপারিশসমূহ সরকারের কাছে তুলে ধরা হবে।
তিনি জানান, দেশের সব জেলায় নারী চেম্বার প্রতিষ্ঠার পদক্ষেপ নিয়েছে সরকার। এতে নারীদের অর্থনৈতিক কার্যক্রম বাড়বে। সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধিও বাড়বে।
এফবিসিসিআইর মহাসচিব মো. আলমগীর বলেন, দেশ ও সমাজের উন্নয়নে নারীদের বড় ভূমিকা থাকলেও অর্থনৈতিক কার্যক্রমগুলোতে নারীদের আমরা পুরোপুরি সংযুক্ত করতে পারিনি। তবে স্বাধীনতার পর থেকে দেশের নারীরা অনেক এগিয়ে গেছে।
উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)-এর সভাপতি নাসরীন ফাতেমা আউয়াল বলেন, দেশের নারীদের উন্নয়নে বেশকিছু নীতিমালা আছে। তবে সেগুলোর যথাযথ বাস্তবায়ন দরকার। তিনি নারীদের স্বল্প সুদে ঋণ প্রাপ্তি, প্রশিক্ষণ ও কর্মশালার উপরে জোর দেন।
বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)-এর সিইও ফেরদৌস আরা বেগম বলেন, সরকার নারী উদ্যোক্তাদের সহযোগিতা করতে আগ্রহী। এজন্য অনেক নারীবান্ধব নীতি ও বিধি প্রণয়ন করা হয়েছে। এসব নীতি ও সার্কুলারসমূহ অনেক উদীয়মান নারী উদ্যোক্তা বিশেষ করে জেলা, উপজেলা ও গ্রামাঞ্চলে নারী উদ্যোক্তারা জানেন না। সরকারের সহযোগিতা ও সুবিধাগুলো সম্পর্কে জানতে এবং কমপ্লায়েন্স মেনে সেগুলো গ্রহণ করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
মতবিনিময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শি-ট্রেডস ইনিশিয়েটিভ অব এশিয়া উইমেন-এর সিনিয়র অ্যাডভাইজার তানভীর আহমেদ। প্রবন্ধে তিনি নারী উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জসমূহ ও করণীয় নিয়ে আলোকপাত করেন। ব্যবসা বাণিজ্যে লিঙ্গ বৈষম্য দূর করা, সহজে অর্থ প্রাপ্তি, জাতীয় ও আন্তর্জাতিকভাবে দক্ষ ও অভিজ্ঞ উদ্যোক্তাদের সাথে সম্পৃক্ততা বৃদ্ধি করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
নারী উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজনসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুলতানা ইয়াসমীন। নারী উদ্যোক্তাদের সংশ্লিষ্ট সুপারিশসমূহ মন্ত্রণালয়ের যথাযথ কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় আরও কথা বলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আফরিনা নাসরিন, ইউএনডিপি বাংলাদেশ-এর জেন্ডার টিম লিডার শারমিন ইসলাম, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফারজানা খান প্রমুখ।
উম্মুক্ত আলোচনায় অংশ নিয়ে নারী উদ্যোক্তারা ট্রেড লাইসেন্সের ইংরেজি ভার্সন, রপ্তানি উন্নয়ন ব্যুরো আয়োজিত মেলাগুলোতে নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ মূল্য ছাড়, উদ্যোক্তাদের জন্য জাতীয় ও আন্তর্জাতিক প্রশিক্ষণের দাবি জানান।