বিপিএলে ফিরলেন নিশাম, খেলবেন রাজশাহীর জার্সিতে

বিপিএলে ফিরলেন নিশাম, খেলবেন রাজশাহীর জার্সিতে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে বাড়তি উন্মাদনা যোগ করতে আবারও মাঠে ফিরছেন জিমি নিশাম। নিউজিল্যান্ডের এই অভিজ্ঞ অলরাউন্ডার এবার রাজশাহী ওয়ারিয়র্সের জার্সিতে মাঠ মাতাবেন। আসরের মাঝপথে তার অন্তর্ভুক্তি রাজশাহীর শক্তি কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে মনে করছেন ক্রিকেট সংশ্লিষ্টরা।

বিপিএলের মঞ্চ নিশামের জন্য বেশ পরিচিত।এর আগে তিনি রংপুর রাইডার্সের হয়ে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন। গত মৌসুমে ফরচুন বরিশালের ডেরায় থাকলেও টুর্নামেন্টের শেষ দিকে আসায় ম্যাচ খেলার সুযোগ পাননি। তবে এবার আঁটসাঁট প্রস্তুতি নিয়েই রাজশাহীর তাবুতে ভিড়েছেন এই কিউই তারকা।

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিশাম এক পরিচিত মুখ।আইপিএল, পিএসএল, বিগ ব্যাশ কিংবা সিপিএল; বিশ্বের সব বড় লিগেই খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৫ বছর বয়সী এই ক্রিকেটারের। ব্যাট হাতে বিধ্বংসী ফিনিশিংয়ের পাশাপাশি তাঁর মিডিয়াম পেস বোলিং দলের ভারসাম্যের জন্য দারুণ কার্যকরী।

বর্তমানে ৬ ম্যাচে ৪ জয় নিয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে তারুণ্যনির্ভর রাজশাহী ওয়ারিয়র্স। দলে অভিজ্ঞতার যে সামান্য ঘাটতি ছিল, তা নিশামের আগমনে পূর্ণ হবে বলে আশা ফ্র্যাঞ্চাইজিটির।

আগামী ১১ জানুয়ারি শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচেই মাঠে নামতে পারেন এই কিউই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS