মঈনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারিয়ে ২০ রানের জয় সিলেটের

মঈনের অলরাউন্ড নৈপুণ্যে ঢাকাকে হারিয়ে ২০ রানের জয় সিলেটের

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট টাইটান্স। মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্যে সহজ জয় পায় সিলেট টাইটান্স।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ঢাকা ক্যাপিটালস সিলেট টাইটান্সকে আগে ব্যাটিংয়ে পাঠায়। ব্যাট হাতে শুরু থেকেই ইতিবাচক ছিল স্বাগতিকদের পরিকল্পনা।

ওপেনার পারভেজ হোসেন ইমনের সাবলীল ব্যাটিংয়ে দারুণ সূচনা পায় সিলেট। পাওয়ারপ্লের ছয় ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৪৮ রান তোলে তারা।

পাওয়ারপ্লে শেষ হতেই ভাঙে উদ্বোধনী জুটি। তাওফিক খান ২১ বলে ১৭ রান করে ফিরলে পরের ওভারেই সাজঘরে ফেরেন ভালো ছন্দে থাকা ইমন।২৪ বলে ৩২ রানের ইনিংস খেলেন তিনি। এরপর চারে নামা আফিফ হোসেন ধ্রুব ব্যর্থ হন, ৯ বলে মাত্র ৬ রান করে বিদায় নেন।

মাঝে ইনিংস এগিয়ে নেন আরিফুল ইসলাম ও আজমতউল্লাহ ওমরজাই। দুজনের কার্যকর জুটিতে স্কোরবোর্ডে রান যোগ হতে থাকে।

তবে একই ওভারে দুজনই আউট হয়ে গেলে কিছুটা থমকে যায় সিলেট। আরিফুল ২৯ বলে ৩৮ এবং ওমরজাই ২৩ বলে ৩৩ রানের ক্যামিও খেলেন।

শেষ দিকে ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেন মঈন আলী। ১৯তম ওভারে একাই ২৮ রান তুলে নেন এই ইংলিশ অলরাউন্ডার। শেষ পর্যন্ত ৮ বলে ২৮ রান করে আউট হলেও ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়ে দেন তিনি।শেষ ওভারে ইথান ব্রুকস ও মেহেদী হাসান মিরাজ ঝড় তুলে স্কোর নিয়ে যান ১৮০-এ। ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৮০ রান তোলে সিলেট টাইটান্স। মিরাজ ২ বলে ৭ এবং ব্রুকস ৪ বলে ৯ রান করে অপরাজিত ছিলেন।

ঢাকার পক্ষে জিয়াউর রহমান নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া নাসির হোসেন, সাইফ হাসান ও ইমাদ ওয়াসিম একটি করে উইকেট শিকার করেন।

১৮১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী শুরু পায় ঢাকা ক্যাপিটালস। রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুনের ওপেনিং জুটিতে দ্রুত আসে রান। মামুন মাত্র ১১ বলে ২৪ রান করে আউট হন। পাওয়ারপ্লে শেষে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তোলে ঢাকা।

তবে এরপর ছন্দ হারায় অতিথিরা। আগের ম্যাচের নায়ক নাসির হোসেন এদিন ব্যর্থ হন, ৭ বলে ৩ রান করে ফেরেন। শামীম হোসেন পাটোয়ারীও সুবিধা করতে পারেননি। এরপর গুরবাজের সঙ্গে জুটি গড়েন সাইফ হাসান। ধীরগতিতে হলেও ফিফটি পূর্ণ করেন গুরবাজ। তবে ৪৪ বলে ৫১ রানের ইনিংস খুব একটা কাজে আসেনি। তার বিদায়ের পর থেকেই চাপ বাড়তে থাকে ঢাকার ওপর।

বল হাতে দুর্দান্ত ছিলেন মঈন। এক প্রান্তে উইকেট তুলে অন্য প্রান্তে রান আটকে রাখেন সিলেটের বোলাররা। সাইফ হাসান ১৪ বলে ২২ এবং ইমাদ ওয়াসিম ৮ বলে ১২ রান করলেও প্রয়োজনীয় রানের গতি ধরে রাখা সম্ভব হয়নি।

শেষ দিকে সাব্বির রহমান লড়াকু ইনিংস খেলেন। ১৬ বলে অপরাজিত ২৫ রান করে হারের ব্যবধান কিছুটা কমান তিনি। তবে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬০ রানেই থামে ঢাকার ইনিংস। ফলে ২০ রানের জয় নিশ্চিত করে সিলেট টাইটান্স।

সিলেটের হয়ে সালমান ইরশাদ নেন ৩ উইকেট। মঈন আলী পান ২টি উইকেট। এছাড়া রুয়েল মিয়াহ, আজমতউল্লাহ ওমরজাই এবং নাসুম আহমেদ একটি করে উইকেট শিকার করেন।

এই জয়ে আত্মবিশ্বাস বাড়াল সিলেট, গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটিং ব্যর্থতায় জয় হাতছাড়া হলো ঢাকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS