আইসিসির কাছে বিসিবির নতুন চিঠি: নিরাপত্তা ও অনিশ্চয়তার বিস্তারিত ব্যাখ্যা

আইসিসির কাছে বিসিবির নতুন চিঠি: নিরাপত্তা ও অনিশ্চয়তার বিস্তারিত ব্যাখ্যা

ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে নতুন একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার বিকেলে ই-মেইলের মাধ্যমে পাঠানো এই চিঠিতে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলার বিষয়ে বিসিবির আপত্তির কারণগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

চিঠিতে নিরাপত্তাজনিত উদ্বেগের পাশাপাশি সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে। বিসিবির পক্ষ থেকে প্রয়োজনীয় নথি, তথ্যসূত্র এবং উদাহরণও সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

তবে এই চিঠির বিপরীতে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়া জানায়নি আইসিসি। বিসিবি আশা করছে, আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আইসিসির অবস্থান পরিষ্কার হবে।

এর আগে গত রোববার প্রথমবারের মতো আইসিসিকে ই-মেইল করে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অনাগ্রহের কথা জানায় বিসিবি। সেই সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রাখে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি নির্দেশনা, যার ফলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয়।

উল্লেখ্য, গত ডিসেম্বর অনুষ্ঠিত আইপিএলের মিনি নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে ভিড়িয়েছিল কেকেআর। কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের পর সেই চুক্তি বাতিল করতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। এই ঘটনাকে নিরাপত্তা ও সামগ্রিক পরিবেশগত অনিশ্চয়তার একটি বড় উদাহরণ হিসেবে আইসিসির কাছে তুলে ধরেছে বিসিবি।

এদিকে, বাংলাদেশের উদ্বেগের বিষয়গুলো আরও পরিষ্কারভাবে জানতে চেয়ে মঙ্গলবার বিসিবিকে একটি পাল্টা ই-মেইল পাঠায় আইসিসি।

সেই চিঠির জবাব হিসেবেই বৃহস্পতিবার নতুন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বিস্তারিত চিঠি পাঠাল বিসিবি।

এখন সবকিছু নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। ১০ জানুয়ারি সংস্থাটির অবস্থান জানা গেলে ভারতে বিশ্বকাপ আয়োজন এবং তাতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে পরবর্তী করণীয় স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS