পঞ্চগড়-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী সারজিস আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ কথা বলেন।
গণমাধ্যমে প্রকাশিত তথ্যে দেখা যায়, সারজিস আলম তার বার্ষিক ব্যবসায়িক আয় দেখিয়েছেন ৯ লাখ টাকা। অথচ ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্নে তার আয় উল্লেখ করা হয়েছে ২৮ লাখ ৫ হাজার টাকা।
এ বিষয়ে দুদক কোনো ব্যবস্থা নেবে কি না এমন প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, দুদক সব সময় কমিশন আইন ও বিধিমালা অনুসরণ করে কাজ করে। এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে কমিশন অবশ্যই ব্যবস্থা নেবে।
মো. আক্তার হোসেন আরও বলেন, এ বিষয়ে দুদক চেয়ারম্যান গণমাধ্যমকে সুনির্দিষ্টভাবে বিষয়টি জানিয়েছেন। এ সংক্রান্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ আমাদের কাছে এলে, অথবা আপনারা (সাংবাদিক) যদি আমাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ দেন, তাহলে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে বিষয়টি পর্যালোচনা করা হবে।এ জন্য দুদকের একটি যাচাই-বাছাই কমিটি রয়েছে। এ ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইন ও বিধিমালা অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই কমিটি বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে বলেও জানান দুদকের মহাপরিচালক।