News Headline :
জনবল নেবে হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড শরীর সুস্থ রাখতে আঁশযুক্ত খাবার বাড়াবেন যেভাবে জাঁকালো আয়োজনে পর্দা নামলো বাভাসির কনসার্ট পণ্ড হওয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দুষলেন জেমস শুরুর ধাক্কা সামলে লড়াইয়ের পুঁজি গড়ল নোয়াখালী মাঠেই বিদায় নিলেন ‘মাঠের খেলোয়াড়’ মাহবুব আলী জাকি বসুন্ধরা গ্রুপের হাত ধরে নতুন দিগন্তে দেশের ফিটনেসখ্যাত ‘জুলকান ইনডোর অ্যারেনা’ নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘হামলা’, লক্ষ্য ‘আইএস’ বললেন ট্রাম্প প্রাণঘাতী সংঘর্ষের পর থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতিতে সম্মত ২ লাখ টাকা তুলতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীরা
কনসার্ট পণ্ড হওয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দুষলেন জেমস

কনসার্ট পণ্ড হওয়ায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দুষলেন জেমস

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নগরবাউল জেমসের কনসার্ট চলাকালীন বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেমস বললেন, ‘কনসার্ট বাতিলের পেছনে রয়েছে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।

পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল।

তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও তাতে বহিরাগতদের অসন্তোষ কমেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে।

বাধা পেলে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫-৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘ফরিদপুরের ওই কনসার্টে অংশ নিতে সাড়ে সাতটায় পৌঁছাই। এরপর আমরা গেস্ট হাউসে ছিলাম। সেখানেই জানতে পারি অনুস্থানস্থলে বিশৃঙ্খলা হচ্ছে। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিল করে সেটি আমাদের জানানো হয়। পরে আমরা ঢাকায় চলে আসি।

এদিকে জেমস বলছেন, ‘কনসার্ট বাতিলের পেছনে রয়েছে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’ 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS