বসুন্ধরা কিংসের বিপক্ষে ড্র নিয়েই স্বস্তি মোহামেডানের

বসুন্ধরা কিংসের বিপক্ষে ড্র নিয়েই স্বস্তি মোহামেডানের

ফেডারেশন কাপের ম্যাচ শেষে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের উচ্ছ্বাস আর বসুন্ধরা কিংসের গ্যালারির নীরবতা যেন দুই বিপরীত চিত্র তুলে ধরল। বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে গোলশূন্য ড্র করে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট আদায় করে নেয় সাদা-কালোরা।

মঙ্গলবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ নীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও মোহামেডানের ম্যাচটি কোনো গোল ছাড়াই শেষ হয়। কয়েক দিন আগেই লিগে বসুন্ধরা কিংস অ্যারেনায় ৪-১ ব্যবধানে হেরেছিল মোহামেডান।

সেই হারের পুরো প্রতিশোধ না নিতে পারলেও ফেডারেশন কাপে অন্তত স্বস্তির এক পয়েন্ট পেয়েছে আলফাজ আহমেদের দল।

ম্যাচের শুরুতে দুই দলই ছিল সতর্ক। প্রথম ২০ মিনিটে বড় কোনো আক্রমণ গড়ে তুলতে পারেনি কেউই। বলের দখলে কিছুটা এগিয়ে ছিল বসুন্ধরা কিংস।তৃতীয় মিনিটে রাকিবের শট কর্নারে পাঠিয়ে দেন মোহামেডান গোলরক্ষক সুজন হোসেন। এরপরও কিংস আক্রমণ চালালেও তপু বর্মণ ও সাদ উদ্দিনের নেতৃত্বে মোহামেডানের রক্ষণ ভাঙতে পারেননি বার্নার্ড মরিসন ও রাফায়েল টুডু।

২৯ মিনিটে বক্সের সামনে ইমানুয়েল সানডেকে ফাউল করার দায়ে এলি কেকে হলুদ কার্ড দেখেন। ফ্রি কিক থেকে নেওয়া ফাহিমের শট লক্ষ্যে ছিল না।

পরের মিনিটে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বল গ্যালারিতে মারায় হলুদ কার্ড দেখেন মরিসন।

খেলার একপর্যায়ে কিংসের চাপ বাড়তে থাকে। ৩৭ মিনিটে ডান দিক থেকে রাকিবের ক্রসে হেড নিতে পারেননি সানডে। ৩৯ মিনিটে মোহামেডানের জীবন বক্সের বাইরে থেকে জোরালো শট নিলেও তা জালে না গিয়ে পাশ দিয়ে বেরিয়ে যায়। যোগ করা সময়ে একবার বল মোহামেডানের জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়।গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরুতে গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মাঠের পাশে লাগানো একটি ব্যানার সরানো নিয়ে সমর্থকদের সঙ্গে ম্যাচ কর্মকর্তাদের বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মাঠের খেলায় দ্বিতীয়ার্ধেও সুযোগ তৈরি হলেও গোলের দেখা পায়নি কেউ। ৬১ মিনিটে মোজাফ্ফরভের ফ্রি কিক ভালোভাবে ঠেকান বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমান জিকো। ৭৮ মিনিটে ফাহিমের কর্নার থেকে ইমানুয়েল টনির হেড ফিরিয়ে দেন সুজন। কিছুক্ষণ পর সানডে বক্সের ভেতর থেকে সুযোগ নষ্ট করেন।

যোগ করা সময়ে মোহামেডান জয়ের সুবর্ণ সুযোগ পেয়েছিল। ডান দিক থেকে রাহিম উদ্দিনের ক্রসে স্যামুয়েল বোয়াটেং বল ছোঁয়ার আগেই তপু বর্মণ দারুণ দক্ষতায় কর্নারে পাঠান। সেই কর্নার থেকেও গোল আসেনি।

শেষ পর্যন্ত গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ। এই ফলাফলে ফেডারেশন কাপের বি গ্রুপে পাঁচ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে ফর্টিস এফসি। দুই ম্যাচে দুই পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে বসুন্ধরা কিংস এবং তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে পুলিশ এফসি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS