News Headline :
শীর্ষ ধনী পরিবারের বউ হয়েও সাধারণ কেন ঈশিতা? এক পোস্টে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড, কী করেছিলেন? সবার ভালোবাসা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি: শাবনূর সরকারের ‘সবুজ সংকেত’ না মেলায় হচ্ছে না বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান সমস্যা কাটাতে তামিমের ‘ক্লাসে’ শান্ত, পেলেন কাঙ্ক্ষিত সমাধান মোস্তাফিজকে কেনা ‘বুদ্ধিদীপ্ত’, পাথিরানার ১৮ কোটি দেখে অবাক শ্রীকান্ত বিশ্বকাপের প্রাইজমানি বাড়ল ৫০ শতাংশ, অংশ নিলেই মিলবে ১২৮ কোটি টাকা! মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা: পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রীর পদত্যাগ ফিলিস্তিনসহ ৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা বাংলাদেশকে ‘শিক্ষা দেওয়ার হুমকি’ দিলেন আসামের মুখ্যমন্ত্রী
এক পোস্টে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড, কী করেছিলেন?

এক পোস্টে মুকুট হারালেন মিস ফিনল্যান্ড, কী করেছিলেন?

মিস ইউনিভার্স ২০২৫ প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করা সারাহ জাফসের একটি ভাইরাল ছবি ঘিরে শুরু হয়েছে আন্তর্জাতিক স্তরের ক্ষোভ ও সমালোচনা। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে শেষ পর্যন্ত তার কাছ থেকে কেড়ে নেওয়া হয় ‘মিস ফিনল্যান্ড’ খেতাব।

বিবিসির প্রতিবেদনে জানা যায়, গত ১১ ডিসেম্বর নিজের সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেছিলেন ২২ বছর বয়সী সারাহ। সেখানে দেখা যায়, তিনি চোখের কোণা টেনে ধরেছেন যা পূর্ব এশীয়দের ক্ষেত্রে বহুদিন ধরেই একটি অবমাননাকর ভঙ্গি হিসেবে বিবেচিত। বিতর্ক আরও তীব্র হয় ছবির ক্যাপশন ঘিরে, যেখানে লেখা ছিল “ইটিং উইথ চাইনিজ”।

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে জাপান, দক্ষিণ কোরিয়া ও চীনে। অভিযোগ ওঠে, এটি এশীয়দের প্রতি স্পষ্ট বর্ণবিদ্বেষমূলক আচরণ। ঘটনার জেরে মিস ফিনল্যান্ড সংস্থা সারাহর মুকুট কেড়ে নেয়।

সংস্থার বিবৃতিতে জানায়, মিস ফিনল্যান্ড একজন রোল মডেল। সকল জাতি, গোষ্ঠী ও সংস্কৃতির প্রতি সম্মান দেখানো তার দায়িত্ব। এই সিদ্ধান্ত কঠিন হলেও প্রয়োজনীয়।

এদিকে সারাহ জাফসে দাবি করেছেন, ছবির সময় তার মাথাব্যথা হচ্ছিল এবং সেটাই ছিল ওই ভঙ্গির কারণ। তার আরও দাবি, আপত্তিকর ক্যাপশনটি তার অজান্তেই এক বন্ধু যোগ করেছিলেন।

এ ঘটনায় ইনস্টাগ্রামে ক্ষমা চেয়ে তিনি লেখেন, এই ছবিটি অনেকের মনে কষ্ট দিয়েছে, তার জন্য আমি দুঃখিত। কাউকে অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না। মানুষের পার্থক্য ও পরিচয়ের প্রতি শ্রদ্ধা দেখানো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।

তবে এই ক্ষমাও সবার মন জয় করতে পারেনি। অনেকেই অভিযোগ করেছেন, ক্ষমা চাওয়ার বিষয়টি শুধুমাত্র ফিনিশ ভাষায় লেখা যা এশীয়দের প্রতি আন্তরিকতার অভাবের ইঙ্গিত দেয়। 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS