সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে এসেছেন পুত্রবধূ ডা. জুবাইদা রহমান।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৫টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তিনি।
গত ২৩ নভেম্বর থেকে গুরুতর অসুস্থ খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড তার চিকিৎসা পরিচালনা করছে। ওই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ডা. জুবাইদা রহমান।
লন্ডন থেকে গত ৫ ডিসেম্বর দেশে ফিরে সরাসরি ডা. জুবাইদা রহমানকে বহনকারী গাড়িবহর এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। এরপর থেকেই তিনি বাবার বাড়ি ও হাসপাতালে যাওয়া-আসার মধ্যে রয়েছেন।
আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রত্যাবর্তনের ওই দিন তিনি প্রথমেই এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।