ব্যাচেলর পয়েন্ট সিরিজ দিয়ে আবারও পর্দায় ধামাকা নিয়ে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। দর্শকদের সামনে হাজির হলেন এক নতুন চমক নিয়ে। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন অধ্যায়ে ‘স্পর্শ চরিত্রে তার আনুষ্ঠানিক অভিষেক হয়েছে।
নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট’-এর এই সিজনের শুরু থেকেই নতুন নায়িকা নিয়ে ব্যাপক কৌতূহল ছিল দর্শকদের মধ্যে। কিছুদিন আগেই সিরিজের টিম পেছন দিকের একটি ছবি প্রকাশ করলেও মুখ দেখানো হয়নি। অবশেষে ১১ ডিসেম্বর বঙ্গতে চ্যাপ্টার ৭ প্রকাশের পর স্পষ্ট হয়, আলোচিত সেই মুখটি স্পর্শিয়াই।
গত মাসে স্পর্শিয়াকে দেখা যায় কিন্তু চরিত্র নিয়ে রহস্য রেখেছিল এবং অভিনেত্রীর চরিত্র নিয়ে নানান কৌতূহল ছিল। একমাস পর দর্শকদের অপেক্ষার অবসান। জানা গেল, স্পর্শিয়াই ব্যাচেলর পয়েন্টের স্পর্শ। যিনি ব্যাচেলর পয়েন্ট ফ্ল্যাটের ওপর তলার ভাড়াটিয়া।
স্পর্শিয়ার এমন আকস্মিক প্রত্যাবর্তন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে বিনোদন অঙ্গনে। ব্যাচেলর ফ্ল্যাটের ওপর তলার নতুন ভাড়াটিয়া স্পর্শ চরিত্রে তার আগমন গল্পেও এনে দিয়েছে নতুন দিক ও রহস্যের সঞ্চার।
বাংলাদেশের তরুণ অভিনয়শিল্পীদের তালিকায় স্পর্শিয়া ইতোমধ্যেই জায়গা পোক্ত করেছেন। চরিত্র বাছাইয়ে সচেতনতা, স্বকীয় স্টাইল ও অভিনয়ের গভীরতা- সব মিলিয়ে তার প্রত্যাবর্তনকে দর্শকরা বিশেষ গুরুত্বের সঙ্গে দেখছেন।
সব মিলিয়ে, স্পর্শিয়ার এই উপস্থিতি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজনকে আরও একধাপ আলোচনার কেন্দ্রে এনে দাঁড় করিয়েছে।
স্পর্শ চরিত্র নিয়ে কাজল আরেফিন অমি বলেন, স্পর্শ চরিত্রটি মাত্র দর্শক জানা শুরু করেছে। আমার কাছে মনে হয় দর্শকদের ভালো লাগবে। গতকাল এপিসোড প্রকাশ হবার পর এখন পর্যন্ত আমি বেশ পজিটিভ ভাইব পাচ্ছি। দর্শক উপভোগ করছে। মানুষ যতটুকু ভালোবাসবে তাদের সাড়ার উপর চরিত্র আগাবে। অন্য চরিত্রের মতো আমিও চাই স্পর্শ চরিত্র মানুষের মনে থেকে যাক।